কমলগঞ্জে ব্র্যাক-সমকাল সুহৃদ সমাবেশ কর্মশালা
নারীসমাজকে বর্তমান তথ্যপ্রযুক্তির বাইরে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়
বিশ্বজিৎ রায়, কমলগঞ্জঃ ব্র্যাক, সমকাল সুহৃদ সমাবেশ ও মায়া’র আয়োজনে বৃহষ্পতিবার মৌলভীবাজারের কমলগঞ্জ আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ মিলনায়তনে ‘জানালাটা খুলে দাও’ শীর্ষক অংশগ্রহণমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় নারীদের স্বাস্থ্য, আইন ও মনো-সামাজিকসহ বিভিন্ন বিষয়ে তথ্যসেবা দিতে মায়া অ্যাপসের ভূমিকা নিয়ে দিনব্যাপী নানা আয়োজন সম্পন্ন হয়। কর্মশালার শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সফিকুল ইসলাম। সকালে শুরু হওয়া এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। কমলগঞ্জ সুহৃদ সমাবেশের উপদেষ্টা ও কলেজের অধ্যক্ষ মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমকালের সাব এডিটর মো. আসাদুজ্জামান, সুহৃদ সমাবেশ কেন্দ্রীয় কমিটির সমুদ্র প্রবাল, নারী নেত্রী ও শিক্ষিকা বিলকিস বেগম, সুহৃদ সমাবেশের উপদেষ্টা ও সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ সম্পাদক মো. সানোয়ার হোসেন, কমলগঞ্জ প্রেসকাব সভাপতি এম, এ, ওয়াহিদ রুলু। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমলগঞ্জ সুহৃদ সমাবেশ এর উপদেষ্টা ও সমকাল কমলগঞ্জ প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথ। তাকে সহযোগিতা করেন কমলগঞ্জ সুহৃদ সমাবেশ এর সভাপতি লেখক-সাংবাদিক শাব্বির এলাহী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের প্রভাষক রাবেয়া খাতুন, প্রভাষক শাহরিয়ার জেবিন, সমকাল সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক ও কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথ, নারীনেত্রী শেখ মনোয়ারা, সংস্কৃতিকর্মী ও শিক্ষক মো. আলমগীর হোসেন, সাংবাদিক মো. আসহাবুর ইসলাম শাওন, নারী উদ্যোক্তা সোমা বিশ্বাস, সংস্কৃতিকর্মী শিরীন শীলা, সুহৃদ মিজান শিপলু, মো. সুমন আহমদ, পানু চন্দ্র, মো. ধন মিয়া। অনুষ্ঠানে গান ও কবিতা আবৃত্তি করেন সংস্কৃতিকর্মী মো. আলমগীর হোসেন, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের শিক্ষার্থী অরুনা সিনহা, শারমীন আক্তার, ফাহিমা বেগম, নিশিতা সিনহা, আমিনা আক্তার প্রমুখ।