সিলেটের হয়ে মাঠ মাতাবেন আফ্রিদি!
সুরমা টাইমস ডেস্কঃ আগামী ২০ নভেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার পর খেলা মাঠে গড়াবে ২২ নভেম্বর। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বিপিএলের কর্তাব্যক্তিরা। সংবাদ সম্মেলনে হালের জনপ্রিয় বিদেশি তারকারা কে কোন দলে অংশ নিবেন সেটিও জানানো হয়।
কিছুদিন আগেও এমন গুঞ্জন শোনা যাচ্ছিল যে, গেইল এবার সিলেটের হয়ে মাঠ মাতাবেন। কিন্তু প্রথম দফায় বরিশালের হয়ে খেলা গেইল এবারও শেষ পর্যন্ত সেখানেই থেকে যাচ্ছেন। তবে গেইল না থাকলেও সিলেটের হয়ে বিপিএল মাতাবেন পাকিস্তানি হার্ডহিটার বুম বুম আফ্রিদি। সিলেটের হয়ে আফ্রিদির খেলা অনেকটা নিশ্চিত বলে জানিয়েছে সূত্র।
অন্যদিকে রংপুরের হয়ে দেখা যাবে শ্রীলংকার অলরাউন্ডার থিসারা পেরেরাকে, আর তিলকারতে দিলশান খেলবেন চট্টগ্রামের হয়ে। এছাড়া ঢাকার হয়ে কুমার সাঙ্গাকারা এবং কুমিল্লার হয়ে শোয়েব মালিক বিপিএলের তৃতীয় আসরের অংশ নিবেন বলে বিসিবি ও বিপিএল সূত্র নিশ্চিত করেছে।
বিপিএলের তৃতীয় আসরে অংশ নিতে এবার মোট ১৯৬ জন বিদেশি খেলোয়াড় নিবন্ধন করেছেন বলে বিসিবি ও বিপিএল সূত্রে জানা যায়।