রাজনগর উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
জননেত্রী শেখ হাসিনা আমাদের আদর্শ —–সুব্রত পুরকায়স্থ
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ বলেছেন, স্বাধীনতার যুদ্ধে যেভাবে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে বাংলাদেশের মাটি রক্ষার্থে ঝাপিয়ে পরেছিলেন এদেশের মানুষ, রক্ষা করেছিলেন দেশের স্বাধীনতা। আমরা পেয়েছিলাম একটি লাল সবুজের পতাকা। ঠিক তেমনই ভাবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে যেকোন মূহুর্তে দেশ বিরোধী ষড়যন্ত্র কারীদের রুখে দিতে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। জননেত্রী শেখ হাসিনা আমাদের আদর্শ, প্রিয় মাতৃভুমি বাংলাদেশ আমাদের ভালোবাসা। প্রধানমন্ত্রীর দীর্ঘ পরিশ্রমের ফলে বাংলাদেশ আজ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে ঠিক এখন দেশ বিরোধীরা আবারো সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তাই জননেত্রী শেখ হাসিনার আদর্শ বুকে লালন করে বাংলাদেশ আওয়ামী লীগের পাশাপাশি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের প্রত্যেক নেত্রীবৃন্দতেই সতর্কতা অবলম্বন করতে হবে। যেকোন পরিস্থিতি মোকাবেলায় ঝাপিয়ে পরতে হবে। গতকাল মঙ্গলবার মৌলভীবাজার জেলায় রাজনগর উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়ন স্বেচ্ছসেবক লীগ এর ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। দেবাশিষ দে পিংন্টু’র সভাপতিত্বে ও বদরুল হোসেন বাবলু’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ নজমুল হক, আবু হোসেন মোহাম্মদ রনক, জেলা সাধারন সম্পাদক মোজাম্মেল হক রাব্বি। উপস্থিত ছিলেন জেলার সাংগঠনিক সম্পাদক করুনা কৃষ্ণ ভট্টাচার্য, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সঞ্জয় দেবনাথ প্রমুখ।
ত্রি-বার্ষিক সম্মেলনে দেবাশিষ দে পিন্টু-কে সভাপতি ও জুনেদ আহমদকে সাধারন সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট ৩নং মুন্সিবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়।