গোলাপগঞ্জের গ্রামীণ রাস্তাগুলোর বেহাল দশা:দেখার কেউ নেই
গোলাপগঞ্জ প্রতিনিধি :উপজেলার গ্রামীণ সড়কগুলোর বেহাল দশায় অতিষ্ট জনজীবন। দেখার যেন কেউ নেই। বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রীর সিলেট-৬ আসনের গুরুত্বপুর্ণ এলাকা গোলাপগঞ্জ উপজেলা। চারিদিকে উন্নয়নের জোয়ার থাকলেও গোলাপগঞ্জের গ্রামীণ রাস্তাগুলোতে উন্নয়নের তেমন ছোয়া এখনো লাগেনি। রাস্তাগুলো খানাখন্দে ভরা,গভীর গর্ত.কোথাও নামে রাস্তা আছে কিন্তু কাজের বেলায় রাস্তা নেই বললে চলে।উপজেলার গ্রামীণ সবক’টি রাস্তার বেহাল দশা। যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।বিপাকে যাত্রীরা।বিশেষ করে ঢাকাদক্ষিণ অঞ্চলের শিলঘাট,নিশ্চিন্ত খর্দাপাড়া বিএনকে রোড,নগর-আছির গঞ্জ রোড,নোওয়াই দক্ষিণভাগ সহ বেশ কিছু রাস্তার বেহাল দশার কারণে স্থানীয়রা চরম দূর্ভোগ পোহাচ্ছেন।সংস্কারের অভাবে রাস্তাগুলো দিন দিন খানাখন্দ আর গর্তে মরণফাঁদে পরিণত হচ্ছে।স্থানীয় প্রশাসন ও এলজি আইডির খামখেয়ালীতে বেহালতা আরো বাড়ছে।ছোট ছোট দূর্ঘটনাও ঘটছে প্রতিনিয়ত।মুখ খুলে কেউ কিছু বলতেও পারছে না।রাস্তার বেহাল দশার কারণে গ্রামীণ সড়কগুলোতে যানবাহন যাতায়াত করতে তেমন একটা রাজী হয় না।রাজি হলে যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায় করে।যাত্রীরা অনেক সময় অপারগ হয়েই বেশি ভাড়া দিয়েই এসব রাস্তা দিয়ে যাতায়াত করেন। স্থানীয়রা অত্র অঞ্চলের সফল এমপি ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাহেবের দিকে চেয়ে আছেন।ভুক্তভোগীরা আশা করছে মন্ত্রী মহোদয় এসব রাস্তার দিকে নজর দিবেন।