মর্যাদায় গড়ি সমতা বিষয়ক গীতি নাটক মঞ্চস্থ করলো নাট্যমঞ্চ
দেশের সামগ্রীক উন্নয়নে নারীর সাংসারিক কাজের মূল্যায়ন, কর্মক্ষেত্রে মজুরীর সমতা, বৈশম্য দুর করা, ঘর-গৃৃহস্থারির সকল কাজকে সমাজ ও রাষ্ট্রের মূল স্রোতে মুল্যায়ন করা নিয়ে নির্মিত গীতি নাট্য সিলেট সদর উপজেলার ২নং খাদিম নগর ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গনে ও কান্দিগাও ইউনিয়নের জাঙ্গাইলে সফির উদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। গত ১১ অক্টোবর রবিবার ও গতকাল সোমবার নাটক দুটি দর্শক উপস্থিতিতে মঞ্চস্থ হয়।
‘মর্যাদায় গড়ি সমতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারীর ঘর-গৃহস্তারী কাজের মূল্যায়ন নিয়ে গীতিনাট্য টি পরিবেশন করেন নাট্যমঞ্চ সিলেট। স্থানীয়ভাবে এফআইভিডিবি’র সহযোগীতায় পৃথক দুটি স্থানে নারী পুরুষ সহ বিপুল সংখ্যক দর্শক গীতিনাট্য ‘সমতা’ উপভোগ করেন। রজত কান্তি গুপ্তের রচনা ও নির্দেশনায় নাটকে অভিনয় করেন ইমরাজ, বিধান, ইয়ামিন, আশা, ভাবনা, আভা, সাজু, সুমন প্রমূখ নাট্য শিল্পীবৃন্দ। নাটক মঞ্চায়ন শেষে ইন্টারেকশনের মাধ্যমে দর্শকদের নিয়ে নাটকের বিষয় বস্তুর উপর ভাব বিনিময় হয়।
পৃথক দুটি স্থানে নাট্য প্রদর্শনীতে উপস্থিত ছিলেন এফআইভিডিবি’র সহযোগী পরিচালক সামিক সহিদ জাহান, শফির উদ্দিন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষিকা নুরুন নাহার আক্তার, খাদিম নগর ইউনিয়ন পরিষদ সচিব তপন মজুমদার, খাদিম নগর ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের ইউপি মেম্বার হামিদা বেগম, ইসিডি প্রোগ্রাম ম্যানেজার জামাল উদ্দিন, কান্দিগাও ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের ইউপি মেম্বার মোছাঃ হুমতারা বেগম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণের মধ্যে আব্দুল মুনিম, আশরাফ হোসেন, আশরাফ উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি