মার্কিন নাগরিক বিশ্বনাথ থানায়!
বিশ্বনাথ প্রতিনিধি: পুলিশের নিরাপত্তায় মুগ্ধ হয়ে শুক্রবার রাতে কেক নিয়ে বিশ্বনাথ থানায় হাজির হন মার্কিন নাগরিক ড. বাংর্গার রায়মন্ড মিলার (৭০)। তিনি বিশ্বনাথ থানা এলাকায় অবস্থিত লিডিং ইউনিভার্সিটির ইংরেজী বিভাগের প্রফেসর।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ রফিকুল হোসেন বলেন, ইতালি নাগরিক সিজার তাভেলা (৫১) ও জাপানি নাগরিক হোসি কোনিও (৬৬) নিহতের ঘটনায় দেশব্যাপী বিদেশী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আদেশে থানায় অবস্থানরত মার্কিন নাগরিক ড. বাংর্গার রায়মন্ড মিলার (৭০) এর জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। এতে তিনি খুবই মুগ্ধ হন। শুক্রবার রাতে হঠাৎ ওই মার্কিন নাগরিক থানায় প্রবেশ করেন। এসময় তিনি সঙ্গে বেশ কয়েকটি টিফিন কেক নিয়ে আসেন। প্রায় ঘন্টাখানিক সময় ওই বিদেশী নাগরিক থানায় অবস্থান করে চলে যান বলে তিনি জানান।