দিরাইয়ে কালনী নদীতে নৌকা বাইছ সম্পন্ন
জুবের সরদার দিগন্ত, দিরাই প্রতিনিধি: ভাটি বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইছ এখানকার ছেলে মেয়েদের কাছে ছিলো শুধু গল্প। গতকাল বৃহম্পতিবার দিরাই উপজেলা যুবলীগ আয়োজিত এক নৌকা বাইছ প্রতিয়োগীতার মাধ্যমে তা তারা স্বছক্ষে দেখতে পেয়ে আনন্দে আত্মহারা। নৌকা বাইছ আনুষ্ঠানে দিরাই উপজেলা ছাড়াও জেলার বিভিন্ন উপজেলার হাজার হাজার মানুষের মিলন মেলার মোখরিত হয় কালনীর দুপাড়। সুরঞ্জিত সেনগুপ্ত এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি চিকিৎসার জন্য দেশের বাহিরে চলে যাওয়াতে নৌকা বাইছের আনন্দ কিছুটা ম্লান হয়েছে দর্শকদের। নৌকা বাইছ প্রতিযোগীতায় প্রথম পুরুস্কার জিতে নেয় উপজেলার করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রামের সোনারতরী এবং দ্বিতীয় পুরুস্কারের অধিকারী হয় পানগাও তরী। আয়োজক সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১২ টি নৌকা এ প্রতিযোগীতায় আংশ গ্রহন করে। সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আয়োজকরা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল, দিরাই পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের আহবায়ক ও নৌকা বাইছ কমিটির আহবায়ক রঞ্জন রায় প্রমুখ।