সিলেটে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সভাপতি সংবর্ধিত

sachasabokleg 01বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সভাপতি ও বাংলাদেশ রোইং ফেডারেশনের সভাপতি আলহাজ্ব এড. মোল্লা মোহাম্মদ আবু কাওছার সিলেট মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সংবর্ধনায় সংবর্ধিত হয়েছেন। বৃস্পতিবার বেলা ১ ঘটিকায় ইউ.এস বাংলার ফাইটে সিলেট ও মৌলভীবাজারের সফর উপলক্ষে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে  পৌঁছলে ব্যাপক আনন্দ উদ্দিপনার মধ্য দিয়ে ফুলের তোড়ায় বরণ করে নেন সিলেট জেলা মহানগরের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, কেন্দ্রীয় সদস্য জামিল আহমদ, সিলেট মহানগর সভাপতি আফতাব হোসেন খান, সহ সভাপতি মুহিবুস সালাম রিজভি, জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েস, মহানগর সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু প্রমুখ।