সিলেট সরকারী কলেজ ছাত্রদলের মিছিল সমাবেশ
ফাঁস হওয়া প্রশ্ন পত্রে অনুষ্টিত মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে সিলেট সরকারী কলেজ জাতীয়তাবাদী ছাত্রদল। রবিবার কলেজ ক্যাম্পাসে এই বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়। সিলেট সরকারী কলেজ ছাত্রদল নেতা আব্দুল মুতাকাব্বির সাকীর সভাপতিত্বে এবং ছাত্রনেতা ইমরান হোসেন ইমরানের পরিচালনায় সমাবেশে বক্তারা বলেন প্রশ্নফাঁস প্রতিরোধে সরকার নিজেদের ব্যার্থতা আড়াল করতে শিক্ষার্থীদের আন্দোলনের ওপর চড়াও হচ্ছে। তারা শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহবান জানিয়ে আটক শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি দাবি জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজ ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম, তোফায়েল আহমদ.জিহাদুল ইসলাম জিহাদ,স্বপন দেব, মিজানুর রহমান মিজান, আহমেদ রুবেল শান্ত, মিলন আহমদ,উসমান সুলতান একে শেপু, মাসুদ আহমদ,হানিফ আহমদ, তামিম,সাব্বির আহমদ,ইসলাম উদ্দিন প্রমুখ।