শ্রীমঙ্গলে শরৎকালীন কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

DSC00959জীবন পাল: গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা কাবাডি। গ্রাম বাংলার সেই সেই ঐতিহ্যটি ধরে রাখতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম ভাড়াউড়া এলাকায় আয়োজন করা হয় মাস ব্যাপী কাবাডি প্রতিযোগিতা । মাছরাঙ্গা সমবায় সমিতির আয়োজনে মাস ব্যাপী এই কাবাডি প্রতিযোগিতায় মোট ১০ টি দল অংশগ্রহন করে । রবিবার বিকাল ৫ টায় পশ্চিম ভাড়াউড়া মাঠে মাস ব্যাপী এই কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । রুকাম উদ্দিন এর সভাপতিত্বে উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ৩ নং ইউপি চেয়ারম্যান ভানু লাল রায় । এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন, দৈনিক সংগ্রাম পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি সাংবাদিক মো: আব্দুর রব, সুলতান মাহমুদ, জীবন পাল,পিকলু চক্রবর্ত্তী ও শিমুল তরফদার । মাস ব্যাপী এই প্রতিযোগিতার শেষ দিনের এই ফাইনাল খেলায় অংশগ্রহন করে মাছরাঙ্গা বনাম শাহপরান দল । খেলা চলা কালে মাঠের চারপাশে ছিল উৎসুক জনতার ভীড় । সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মাছরাঙ্গা-১৭ ও শাহপরান-২১ পয়েন্ট অর্জন করে শাহপরান দল বিজয়ী হয় । পুরস্কার হিসেবে উভয় দলকে একটি করে ছাগল প্রদান করা হয় ।
পরিশেষে অনুষ্ঠানের সভাপতি রুকাম উদ্দিন গ্রামীন এই ঐতিহ্যবাহী খেলাটিকে টিকিয়ে রাখতে সবার প্রতি আহবান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন ।