কুলাউড়ায় ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন
বিশ্বজিৎ রায়, কমলগঞ্জঃ কুলাউড়ায় ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র মুক্ত মধ্যম আয়ের বাংলাদেশ গড়ার ও বাংলাদেশের মানুষের আর্থ-সামাজিক জীবন মান উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশের ন্যায় সাফল্য উন্নয়ন মেলা ২০১৫ অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা জনমিলন কেন্দ্রে ৩দিন ব্যাপী এ মেলার ফিতা কেটে শুভ উদ্বোধন করেন মোঃ আব্দুল মতিন এমপি।
পরে উপজেলা জন মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসান এর সভাপতিত্বে ও সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহিদুল রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মোঃ আব্দুল মতিন এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোঃ শাহ নেয়াজ, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মহী উদ্দিন, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সাঈফ উদ্দিন আহমদ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ শরীফ উল ইসলাম, উপজেলা প্রকৌশলী এলজিইডি মোঃ আবুল হোসেন, কুলাউড়া প্রেসকাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবা অফিসার মোঃ নুরুল ইসলাম পাটোয়ারী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন, নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, রাবেয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছালাম, বিএইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাইয়ুম প্রমুখ। মেলায় সরকারী বেসরকারীসহ ১৬টি স্টল বসেছে।