সিলেট ছাত্রদলের বিদ্রোহীদের সাথে কেন্দ্রীয় নেতার রুদ্ধধার বৈঠক

JCD PIC SUPRIMসুরমা টাইমস ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি বলেছেন, সিলেট ছাত্রদলের মধ্যে অসন্তোষ বিরাজ করছে শিগগিরই তার অবসান হবে। বিগত সময় যেসব ত্যাগী নেতাকর্মীরা রাজপথে থেকে আন্দোলনে সক্রিয় ছিলেন, জেল-জুলুম, নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকে আগামী কমিটিতে অবশ্যই মূল্যায়ন করা হবে। এ বিষয়ে আমি ঢাকায় ফিরে কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদকের সাথে বিস্তারিত আলোচনা করবো। রবিবার সিলেট ছাত্রদলের কমিটি প্রত্যাখ্যানকারি নেতাদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
পাটোয়ারি ঈদের ছুটিতে ব্যক্তিগত সফরে সিলেট এসেছিলেন। নগরীর মিরাবাজারস্থ একটি অভিজাত হোটেলে শতাধিক বিদ্রোহী ছাত্রদল নেতাকর্মী তার সাথে দেখা করেন। রাত বারোটায় হোটেলের কনফারেন্স রুমে কেন্দ্রীয় এ নেতা কমিটি প্রত্যাখ্যানকারিদের সাথে রুদ্ধধার বৈঠকে বসেন। প্রায় আধাঘন্টাব্যাপি এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এখলাছ মুন্না, সহ-সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন পান্না, জেলা ছাত্রদলের সাবেক সদস্য লিটন আহমদ, মহানগর ছাত্রদলের সাবেক সদস্য হানুর ইসলাম ইমন, সূচিত্র চৌধুরী বাবলু, আবদুল হাসিম জাকারিয়া, আবদুর রউফ, আব্দুল মালেক, বুরহান উদ্দিন রাহেল, আলী আহমদ আলম, সাবের আহমদ চৌধুরী, খন্দকার ফয়েজ আহমদ, আবদুল আলীম, রুবেল বক্স, লুৎফুর রহমান, রুনু আহমদ, সাইদুল ইসলাম হৃদয়, শিহাব খান, এম এ মান্নান, সাদেক আহমদ, ফয়জুল ইসলাম, নিজাম আহমদ, কামরুল হাসান, সুমেল আহমদ চৌধুরী, মাজেদ খান, সাইদুর রহমান, মাসরুর রাসেল, আকাব আহমদ পলাশ, সোহেল রানা, আবদুল আহাদ সুমন, দিলদার হোসেন শামীম, রানা আহমদ রুস্তম, আরিফুজ্জামান রিপন, সৈয়দ সেলিম, নাবিন রাজা চৌধুরী, মুকিত তুহিন, জাহেদুর রহমান, জাহিদ শিকদার, রুবেল খাঁ, শেখ সুজন, মাধব, তীলক, নেওয়াজ, সুমন আহমদ, আরিফুল হক সুমন, নিজাম উদ্দিনসহ ছাত্রদলের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।