চুনারুঘাটে আমুরোড ব্রাক শিক্ষা কর্মসূচীর উদ্ধোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
এম এস জিলানী আখনজী:চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গণকিরপাড় চন্দ্র মল্লিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে গতকাল রোজ শনিবার চুনারুঘাটের আমুরোড ব্রাক শিক্ষা কর্মসূচীর উদ্ধোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আমুরোড আশার পিন্টু চক্রবর্তীর পরিচালনায় ও চন্দ্র মল্লিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি উসমান গনি কাজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মাও: তাজুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নবকুমার সিংহ, ব্রাক আমুরোডের শাখা-ব্যবস্থাপক শামীম আল মেহেদী, বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষীকাবৃন্দ নুর মোহাম্মদ, আব্দুল মতিন, সোহেল আহমদ, মোহাম্মদ শাহীনুল হক, কমল ভৌমিক, সেলিনা আক্তার, সনজিত রুদ্রপাল, রাখী আক্তার, পান্না আক্তার, সবুজ মুন্ডা, আতাউর রহমান শুভ ও আমুরোড আশার ফিল্ড কর্মকর্তা মুক্তার হোসেন, আক্তার হোসেন প্রমুখ। অতিথিগন বক্তব্যকালে বলেন, প্রতিযোগিতা অনুষ্ঠানে সকাল ১০ ঘটিকা হইতে বিকাল ৪ ঘাটিকা প্রর্যন্ত ভিন্ন ধরনের বিনোদন ব্রাক শাখায় দিয়েছে। এতে ছাত্র/ছাত্রীগন উৎসাহ উদ্ধিপনা পেয়েছে। তাছাড়াও বলেন, পড়াশুনার পাশাপাশি খেলাধুলাও ছাত্র/ছাত্রীদের প্রধান খোরাক।