চলন্ত বাসে ছাত্রী নির্যাতনকারী যুবককে পুলিশের কাছে তুলে দিলেন মা
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: রাজনগরে চলন্ত বাসে অনার্স প্রথম বর্ষের এক ছাত্রীকে মারধরের অভিযোগে সৈয়দ আতিকুজ্জামান পারভেজকে আটক করেছে পুলিশ। আটক পারভেজ রাজনগর উপজেলার দুগাঁও গ্রামের মৃত শাহ সৈয়দ আহাদ আলীর ছেলে। রোববার ২০ সেপ্টেম্বর দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে কলেজ ছাত্রী নির্যাতনকারী পলাতক সৈয়দ আতিকুজ্জামান পারভেজকে তার মা পারভিন আক্তার তরফদার ও মামা মনোয়ার হোসেন তরফদার পুলিশ সুপারের কাছে তুলে দেন। সেখান থেকে পুলিশ পারভেজকে আটক কলে রাজনগর থানায় নিয়ে যায়। এ ধরনের ঘটনা যাতে না হয় সে জন্য অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিলেন পুলিশ সুপার। আর এ কলেজ ছাত্রী নির্যাতনের ঘটনা তদন্ত করে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন তিনি। ১৫ সেপ্টেম্বর মৌলভীবাজার সরকারী মহিলা কলেজের অনার্স প্রথমবর্ষের এক ছাত্রী পরীক্ষা শেষে রাজনগরে বাড়িতে ফিরছিল। তখন মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ সড়কে একটি চলন্ত বাসে সৈয়দ আতিকুজ্জামান পারভেজ নামের যুবক ছাত্রীটিকে মারধর করে। পরে নির্যাতিত ছাত্রীটি নিজে বাদী হয়ে রাজনগর থানায় অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে পারভেজকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা গ্রহন করে রাজনগর থানা। এরপর থেকে পারভেজ পলাতক ছিলো।