১০ হাজার শরনার্থী আশ্রয় দেওয়ার ঘোষনা দিল কানাডা
সুরমা টাইমস ডেস্কঃ অভিবাসন আবেদন প্রক্রিয়া সহজতর ও দ্রুত করার মাধ্যমে আগামী এক বছরের মধ্যে ১০ হাজার সিরীয় শরণার্থীকে আশ্রয় দিবে বলে জানিয়েছে কানাডার রক্ষণশীল সরকার।
কানাডার অভিবাসন ও নাগরিকত্ব মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানায়, ‘শরণার্থীদের জাতিসংঘের শরণার্থী সংস্থার মাধ্যমে প্রমাণ করতে হবে না যে তারা শরণার্থী এবং ভিসা কর্মকর্তারা তাদেরকে এটা প্রমাণ করতেও বলবেন না। এর পরিবর্তে সংঘর্ষের কারণে পালিয়ে আসা লোকজনকে শরণার্থী হিসেবে গণ্য করা হবে। ফলে গোটা প্রক্রিয়া দ্রুত হবে।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘কানাডা ১০ হাজার সিরীয় শরণার্থী নেওয়ার যে অঙ্গীকার করেছিল তা পরিকল্পিত সময়সীমার ১৫ মাস আগেই ২০১৬ সালের সেপ্টেম্বরের মধ্য পূরণ করা হবে। এছাড়া ২৩ হাজার ইরাকি শরণার্থী নেয়ার যে অঙ্গীকার কানাডা করেছিল তা চলতি বছরের শেষ নাগাদের মধ্যেই পূরণ করা হবে।’
ভিসা কর্মকর্তারা নিরাপত্তা, অপরাধের বিষয় ও মেডিকেল চেকআপের ওপর গুরুত্ব দেবে। অভিবাসন মন্ত্রী ক্রিস আলেকজান্ডার বলেন, শরণার্থীদের আবেদন প্রক্রিয়াকরণ করতে আগামী কয়েকদিন ও সপ্তাহের মধ্যে আরো কর্মী নিয়োগ দেয়া হবে।
ভূমধ্যসাগর হয়ে ইউরোপগামী সিরীয় শরণার্থীদের সাহায্য করতে ধীর পদক্ষেপের জন্য গত কয়েক সপ্তাহ ধরে কানাডার ক্ষমতাসীন রক্ষণশীল দলের সমালোচনা হচ্ছে। বিরোধী দলগুলো অঙ্গীকার করেছে, আগামী ১৯ অক্টোবরের নির্বাচনে তারা ক্ষমতায় এলে সিরীয় শরণার্থীদের জন্য আরো উদার নীতি গ্রহণ করা হবে। সূত্র: বাসস