টাঙ্গাইলে এলাকাবাসী-পুলিশ সংঘর্ষে নিহত ২
সুরমা টাইমস ডেস্কঃ টাঙ্গাইলে ছেলের সামনে মাকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী ও পুলিশ সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৭ জন। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। নিহতরা হলেন ঘাটাইল উপজেলার সাতুটিয়া গ্রামের বাসিন্দা ফারুক (৩২) ও কালিয়া গ্রামের আলহাজের ছেলে শামীম (৩৫)।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাফুজা ইয়াসমিন সংঘর্ষে আহত দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ধর্ষকের বিচার চেয়ে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে বিক্ষোভ বের করে ঘাটাইল ও কালিহাতী উপজেলার বিক্ষুব্ধ জনতা। এ সময় পুলিশ তাতে বাধা দিলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শটগানের গুলি ছুড়ে। এতে প্রায় ১০জন গুলিবিদ্ধ হন। সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালে আনার পর দুজনের মৃত্যু হয়। কালিহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।