সারিঘাট থেকে হাতকড়াসহ ২ আসামী ছিনতাই
সুরমা টাইমস ডেস্কঃ জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজার থেকে দু’জন আসামী আটক করে নিয়ে আসার পথে পুলিশের উপর হামলা চালিয়ে দু’আসামীকেই হাতকড়াসহ ছিনিয়ে নিয়েছে একদল যুবক। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে সারিঘাট বাজারে এ ঘটনাটি ঘটে।
জৈন্তাপুর উপজেলার উপপরিদর্শক ময়নুল জানান, বৃহস্পতিবার দরবস্তবাজার থেকে ভারতীয়মদসহ দু’জন আসামীকে আটক করে জৈন্তাপুর থানা পুলিশ। তাদের একজনের নাম জালাল। অন্যজন সুলতান। তবে তাদের ঠিকানা পুরোপুরি পাওয়া যায়নি। সারিঘাট বাজারে পৌঁছামাত্র পুলিশের গাড়িতে হামলা চালায় একদল যুবক। তারা হাতকড়া লাগানো অবস্থায়ই আটককৃত দু’আসামীকে ছিনিয়ে নেয়। স্থানীয় যুবলীগ কর্মীর মুন্নার নেতৃত্বে এ হামলা ও আসামী ছিনতাইর ঘটনাটি ঘটেছে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন, এ ঘটনাটি তার জানা নেই। তিনি খোঁজ নিয়ে দেখছেন।