বালাগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি উপজেলা সদর তলিয়ে যাওয়ার আশংকা
শাহ মো. হেলাল, বালাগঞ্জ: প্রবল বৃষ্টিপাত ও পাহাড়ী ঢলে বালাগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সময় সময় বেড়ে চলা বন্যার পানি নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে উপজেলার বিস্তীর্ণ এলাকার ফসলি জমি, মৎস খামার। যেকোন সময় উপজেলা সদরসহ পার্শবর্তী অনেক এলাক তলিয়ে যাওয়ার আশংকা করছেন স্থানীয় জনসাধারণ। ইতিমধ্যে অনেকে বাড়ী ঘর রেখে নিরাপদ আশ্রয় চলে গেছেন। দিন দিন পানি বন্দি মানুষের সংখ্যা বাড়তে থাকায় উপজেলার কয়েক হাজার মানুষ দূর্ভোগে পড়েছেন। তবে সরকারী কোন সহায়তা এখনো দুর্গত এলাকায় পাওয়া যায়নি বলে স্থানীয়রা জানিয়েছেন।
সরেজমিন পরিদর্শনকালে দেখা যায়, উপজেলা বালাগঞ্জ সদর, বোয়ালজুড়, পূর্বপৈলনপুর, পশ্চিম গৌরীপুর, দেওয়ানবাজার ও পূর্বগৌরীপুর ইউনিয়নের কম বেশি সব গ্রাম প্লাবিত হয়েছে। এদের মধ্যে তুলনামূলক ভাবে নিচু এলাকা হওয়ায় পশ্চিম গৌরীপুর, দেওয়ানবাজার ও পূর্বগৌরীপুর ইউনিয়নের অবস্থা মারত্মক আকাঁর ধারণ করেছে। এছাড়া প্রতিনিহত কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলা সদরসহ পার্শবর্তী অনেক নতুন নতুন এলাকায় প্লাবিত হয়েছে। তাছাড়া নদীর কাছাকাছি থাকায় যেকোন সময় উপজেলা সদর পানিতে তলিয়ে যাওয়ার আশংকা করছেন স্থানীয় জনসাধারণ।
আলাপকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুর রহমান জানান, ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে ৯টন চাল বরাদ্দ এসেছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে দূর্গতদের মধ্যে প্রদান করা হবে।