উদ্বাস্তুদের জন্য যেসব দেশের দরজা খোলা (মানচিত্র)
সুরমা টাইমস ডেস্কঃ চার বছর ধরে যুদ্ধাক্রান্ত মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়া। বিধ্বস্ত ও সার্বক্ষিণিক জীবনশঙ্কায় থাকা মানুষেরা দলে দলে দেশ ত্যাগ করছেন। জাতিসংঘের হিসাবে দেশটির ৮০ লাখ মানুষ এখন গৃহহীন, উদ্বাস্তু। চল্লিশ লাখেরও বেশি দেশে ছেড়ে বিদেশে আশ্রয় খুঁজছে।
একদিকে এশিয়া ও আফ্রিকা থেকে হাজার মানুষের কাজের সন্ধানে জলপথে জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগরের উপকূলবর্তী দেশে আশ্রয় খুঁজতে আসা এবং সিরীয় উদ্বাস্তুদের অনুপ্রবেশ নিয়ে ইউরোপীয় দেশগুলোতে চলছে তুমুল বিতর্ক। অনেক দেশই অভিবাসন আইন সংশোধন করে এই অনুপ্রবেশ ঠেকানোর পরিকল্পনা করছে। কাদের দায়িত্ব সিরীয় উদ্বাস্তুদের আশ্রয় দেয়া- এ সামাজিক মাধ্যমেও হচ্ছে আলোচনা।
তবে সম্প্রতি তুরস্কের সৈকতে পড়ে থাকা সিরীয় উদ্বাস্তু শিশু আইলান কুর্দির মৃতদেহ বিশ্বব্যাপী আলোচনার ঝড় বইছে। ব্রিটেন আরো অভিবাসী নেয়ার ঘোষণা দিয়েছে। জাতিসংঘও ইউরোপীয় ইউনিয়নকে দুই লাখ অভিবাসী নেয়ার আহ্বান জানিয়েছে।
এবার মানচিত্রে দেখুন কোন কোন দেশ এই উদ্বাস্তুদের জন্য দরজা খুলে দিয়েছে :