হজ-তাবলীগ নিয়ে মন্তব্য ভুল ছিল না
সুরমা টাইমস ডেস্কঃ পবিত্র হজ আর তাবলীগ জামাত নিয়ে করা মন্তব্য ভুল ছিল না বলে দাবি করলেন সদ্য পদত্যাগী সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ সিদ্দিকী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বরং বিষয়টি নিয়ে অপপ্রচার চালানো হয়েছে।’
শুক্রবার বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, ‘১৯৫২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছিলাম এবং তার আজ্ঞাবহ ছিলাম। বেশ কিছুদিনের টানাপোড়েন কাটিয়ে উঠে আজ একজন নাগরিক হিসেবে বঙ্গবন্ধুর কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলাম।’
বিকেল সোয়া ৪টার দিকে আব্দুল লতিফ সিদ্দিকী নেতা-কর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর কবর জিয়ারত, ফাতেহা পাঠ, বিশেষ মোনাজাত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় টাঙ্গাইলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা তার সাথে ছিলেন।
এ সময় আরো বলেন, ‘দলগত সিদ্ধান্ত অনুযায়ী পদত্যাগ করেছি মাত্র। সংসদ সদস্য পদ থেকে সরে গেলেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্তরে আমার অবস্থান আগের মতোই থাকবে বলে বিশ্বাস করি। টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘নেত্রী যাকে সমর্থন দেবেন তার জন্যই আমি ও আমার সমর্থকরা কাজ করবে।’
প্রসঙ্গত, নিউইয়র্কের এক অনুষ্ঠানে পবিত্র হজ ও তাবলীগ জামাত সম্পর্কে বিরূপ মন্তব্য করে বিতর্কিত হন টাঙ্গাইল-৪ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।
সম্প্রতি সংসদে হাজির হয়ে নিউইয়র্কে ওই মন্তব্যের জন্য দেশবাসীর প্রতি ক্ষমা প্রার্থনা করে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন তিনি। এর ফলে টাঙ্গাইল-৪ আসন শূন্য হয়।