১০ ঘণ্টা পর ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেল যোগাযোগ চালু
সুরমা টাইমস ডেস্কঃ জালালাবাদ এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়ে প্রায় ১০ ঘণ্টা সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ ছিল। এতে যাত্রীরা চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। কেউ কেউ ট্রেনের টিকেট করেও বাসে করে তাদের গন্তব্যে ফিরেছেন।
সিলেট রেল স্টেশন ম্যানেজার আব্দুর রাজ্জাক জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট রেলওয়ে স্টেশনের অদূরে পারাইরচক এলাকায় জালালাবাদ এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনা কবলিত বগিটি উদ্ধার করতে কুলাউড়া থেকে একটি রিলিফ ট্রেন নিয়ে আসা হয়। প্রায় ১০ ঘণ্টা পর রাত ৩টার দিকে বগিটি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। যাত্রীদের দুর্ভোগের কথা স্বীকার করে তিনি আরো জানান, বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।