শিক্ষার্থীদের উস্কে দেয়া হয়েছে : শাবি উপাচার্য
সুরমা টাইমস ডেস্কঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচর্য অধ্যাপক আমিনুল হক ভূঁইয়া বলেছেন, ‘‘উপাচার্য পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের ‘উস্কে’ দেয়া হয়েছে।’’
মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’র পর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপাচর্যের অপসারণ দাবিতে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে কিছু সংখ্যক শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয়ের ২৫টি ডিপার্টমেন্টের মধ্যে দু-একটি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা এ আন্দোলনে নেমেছে বলে জানা গেছে।
ক্যাম্পাস সূত্র জানায়, আন্দোলনরত এ সকল শিক্ষার্থীদের মধ্যে অধিকাংশই অধ্যাপক জাফর ইকবাল ও তার স্ত্রী ইয়াসমিন হকের ডিপার্টমেন্টের ছাত্রছাত্রী। তবে এ আন্দোলন কর্মসূচিতে অল্প কিছু সংখ্যক বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষার্থীকে দেখা গেছে।
আন্দোলন কর্মসূচির পর দুপুরে উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, ‘এটা স্পষ্ট যে বিশ^বিদ্যালয়ের অনেকগুলো বিভাগেরা শিক্ষার্থীদের মধ্যে মাত্র দু-একটি বিভাগের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে।’ তিনি আরো বলেন, ‘শিক্ষার্থীরা কোথা থেকে এসে শিক্ষকদের পাশে এসে বসল? কি করে বসল? উনাদের সমর্থন ছাড়া কি ছাত্র এসে এভাবে শিক্ষকদের পাশে বসতে পারে? এটা একেবারেই ঠিক হয়নি।’
উপাচার্য আমিনুল হক ভূঁইয়া বলেন, ‘এর আগে জাফর ইকবালরাই বলেছেন, শিক্ষকদের আন্দোলনে ছাত্রদের সংশ্লিষ্ট করা ঠিক হয়নি। তাহলে আজকে উনারা এটা কি করলেন? আমি এটাকে নেতিবাচক হিসেবে দেখছি।’