বিশ্বনাথে বন্যা পরিস্থিতির অবনতি
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে বন্যায় তলিয়ে গেছে প্রায় ৮শত হেক্টর আমন ফসলের জমি। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে বিভিন্ন ইউনিয়নে ঘর-বাড়ি, রাস্তা, ঘাট, স্কুল নিমজ্জিত হয়েছে। কিছু পরিবার বাড়ির বসতঘরে পানি প্রবেশ করায় আশপাশ বাড়িতে অবস্থান করেছেন।
সুরমা নদীর বাঁধ ভেঙে উপজেলার লামাকাজি ইউনিয়নে সবকটি গ্রামে পানি প্রবেশ করেছে। এতে নিম্মাঞ্চলের কয়েকটি গ্রাম পানিতে তলিয়ে গেছে বলে জানাগেছে।
গতকাল বুধবার বিকেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলার অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিলু মিয়া, তরুণ সংগঠক শামিমুর রহমান রাসেল।
কেশবপুর গ্রামের একেএম দুলাল বলেন, সবকটি গ্রামে পানি ঢুকছে। অনেকের বাড়ি ঘরে প্রবেশ করেছে পানি। তিনি বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে দ্রুত ক্রাণ পৌছে দেয়ার জন্য সরকারের প্রতি দাবী জানান।
কৃষি অফিস সূত্র জানায়, প্রায় ৮ শত হেক্টর আমন ধানের ফসলী জমি পানিতে তলিয়ে গেছে। উপজেলা লামাকাজি ও খাজাঞ্চি ইউনিয়ন রামপাশা ইউনিয়ন ছাড়া অন্য কোন ইউনিয়নে ফসলী জমি পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক বলেন, উপজেলার প্রায় ৮শত হেক্টর আমন ধান তলিযে গেছে।