কবি নজরুল আজীবন শোষিত বঞ্চিত মানুষের মুক্তির জন্য সংগ্রাম করে গেছেন
সিলেট সংস্কৃতি কেন্দ্রের আলোচনা সভায় ড. আশ্রাফুল করিম
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো: আশ্রাফুল করিম বলেন, কবি নজরুল ইসলাম আজীবন সংগ্রাম করে গেছেন শোষিত বঞ্চিত মানুষের মুক্তির জন্য। তাই মুক্তি সাম্য ও বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলামের জীবন থেকে আমাদের শিক্ষা নেয়া উচিত।
তিনি গতকাল শনিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সিলেট সংস্কৃতি কেন্দ্রের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সিলেট সংস্কৃতি কেন্দ্রের পরিচালক, প্রাবন্ধিক জাহেদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সমন্বয় কর্মকর্তা সামছুল ইসলাম খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাসিক শাহজালাল পত্রিকার সম্পাদক গবেষক রুহুল ফারুক, দৈনিক প্রভাতবেলা পত্রিকার সহকারী সম্পাদক মুহিব আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট টাইমস ২৪ ডটকম-এর সম্পাদক মাহমুদুর রহমান, সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবি আজিম উদ্দিন, সাহিত্যের ছোট কাগজ পিঁপড়ার সম্পাদক মিনহাজ ফয়সল, নজরুলের উপর সংগীত পরিবেশন করেন শিল্পী ফাহিম আহমদ, মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করেন কাওছার হামিদ।