গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছেন শাহপরান থানা মুক্তিযোদ্ধা দল
বর্তমান সরকার কর্তৃক বার বার গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে সিলেটের শাহপরান থানা মুক্তিযোদ্ধা দল। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল শাহপরান থানা নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে বলেন, বর্তমান গণবিচ্ছিন্ন আওয়ামী সরকার দেশের সাধারন জনগণের দুর্দশা লাঘাবে কোন কাজ করছেনা। বরং দেশের মানুষকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে চলেছে। নেতৃবৃন্দ বার বার গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এ হঠকারী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী জানান। বিবৃতিদাতারা হলেন, মুক্তিযোদ্ধা দল শাহপনার থানা শাখার সভাপতি গিয়াস উদ্দিন খান, সহ সভাপতি আব্দুল গনি, সাধারন সম্পাদক শামীম আহমদ হেলালী, যুগ্ম সাধারন সম্পাদক এস এম শহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস এ শাহেদ, দপ্তর সম্পাদক ইমতাজ আলী প্রমূখ।