আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজে গুণীজন সংবর্ধনা
যেখানে গুণীজনের কদর নেই সেখানে গুণীজন তৈরী হতে পারে না
গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার সীমান্তবর্তী আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের উদ্যোগে গুণিজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সংবর্ধিত অথিতি সিদ্দিকুর রহমান সায়েস্তা ২লক্ষ টাকাসহ ১০টি ফ্যান, নাজমুল হক ছারোয়ার ২লক্ষ ৫০হাজার, নজরুল আলম ২লক্ষ ৫হাজার, নিজাম উদ্দিন ২লক্ষ ১০হাজার টাকার অনুদান ঘোষণা দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন গুণিজন সমাজের একটি সম্পদ। একজন গুণি ব্যক্তির কারণে একটি জনপদ সুপরিচিত হতে পারে। এজন্য গুণিজনের প্রতি সম্মান দেখানো সকলের উচিত। ঙ ্রৃ। বিদ্যালয়ের উন্নয়নে আছিরগঞ্জ জনপদের যুক্তরাজ্য প্রবাসীরা সব সময় এগিয়ে আসেন। তাদের অবদান চিরস্মরনীয়।
বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে ও ম্যানেজিং কমিটির সদস্য জয়নাল উদ্দিন ও শিক্ষিকা আফিয়া বেগমরে যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাদেপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ মুহিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী নিজাম উদ্দিন, বিশিষ্ঠ ব্যবসায়ী সিদ্দিকুর রহমান সায়েস্তা, যুক্তরাজ্য প্রবাসী নজরুল আলম, যুক্তরজ্য প্রবাসী নাজমুল হক ছারোয়ার, বিয়ানীবাজার আওয়ামীলীগের দপ্তর সম্পদক মুছলেহ উদ্দিন, বাদেপাশা ইউনিয়ন আওয়ামীলীরে সভাপতি আব্দুল কাদির ,ম্যানেজিং কমিটির সদস্য সৈয়দ আজিজুর রহমান, ডা. আব্দুর রব, ইউপি সদস্য বেলাল আহমদ, ইউপি সদস্য এনামুল কবির এনাম, ইউপি সদস্য হেলাল উদ্দিন, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য সোনা মিয়া, থানা স্বেচ্ছাসেবকলীগের সহসভপতি আব্দুল আহাদ, গোলাপগঞ্জ প্রেসক্লাব সহসভাপতি মোহাম্মদ আব্দুল কুদ্দুছ, ফটো সংবাদিক শংকর দাস আনম সভাপতি রুহুল আমিন। অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষক ওবায়দুল্লাহ, মাকছুদুল আলম। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক আব্দুল মালিক, সিনিয়র মাওলানা সজ্জাদুর রহমান, ছাত্রলীগ সভাপতি ফাইদুল ইসলাম, প্রভাষক জুয়েল মিয়া, সুলেমান হোসেন, বুরহান উদ্দিন, আব্দুল মুমিত, ইউপি আওয়মীলীগের প্রচার সম্পাদক আব্দুল করিম, মহানগর ছাত্রলীগের উপসম্পাদক আব্দুল মালিক সাপলু, কামরুজ্জামান মান্না, তারেক আহমদ, শিক্ষক রাকিব আহমদ, কামাল হোসেন, আজিজুল হক, তাহের উদ্দিন প্রমূখ। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিল্পী ছিলেন সিলেটের রাজন, কাকন জালালী,লাকী চৌধুরী, শিলা।