নবীগঞ্জে শান্তিপূর্ণ ভাবে ৩ ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠিত
সেজলু, জিতু, আল হেলাল ইউপি সদস্য নির্বাচিত
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নের তিনটি ওয়ার্ডে উপ-নির্বাচন গতকাল মঙ্গলবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে এ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৫ নং আউশকান্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ৪ জন প্রার্থীর মধ্যে সেজলু মিয়া (টর্চ লাইট) প্রতিকে ৭৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিন্দ্বন্দী মহসিন মিয়া (মরিচ) প্রতিকে ৩৯৯ ভোট পেয়েছেন।
৭ নং করগাঁও ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ৩ জন প্রার্থীর মধ্যে জিতু মিয়া (টর্চ লাইট) প্রতিকে ৪৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিন্দ্বন্দী আব্দুল মুহিত ( মরিছ) প্রতিকে ৪৩৮ ভোট পেয়েছেন, অপর প্রার্থী আব্দুল আজিদ(ভ্যান গাড়ী) ৪৩৪ ভোট পেয়েছেন।
৯ নং বাউশা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ৩ জন প্রার্থীর মধ্যে ইউপি যুবদলের সভাপতি আল হেলাল (ভ্যান গাড়ী) ৬৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিন্দ্বন্দী বাছিতুর রহমান চৌধুরী (মরিচ) প্রতিকে ৪২৩ ভোট পেয়েছেন। প্রিজাইটিং অফিসারের দায়িত্ব পালন করেন- আউশকান্দির ওয়ার্ডে উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, করগাঁও‘র ওয়ার্ডে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জান, বাউশা ওয়ার্ডে পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাদাৎ হোসেন। প্রতিটি ভোটা কেন্দ্র ১ জন করে ম্যজিষ্ট্রেট দায়িত্বে ছিলেন। তাছাড়া প্রতিটি কেন্দ্রে ১ জন এস আই, ১ জন এএসআই, ১০জন পুলিশ সদস্য (পুরুষ) ও ২ জন মহিলা পুলিশ সদস্য, ১০ জন আনসার ভিডিপি মোতায়েন ছিল। এই উপ-নির্বাচনে ৩টি ওয়ার্ডে মোট ৬ হাজার ৮শ ১ জন ভোটারদের মধ্যে ৪ হাজার ৪শ ৩৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উল্লেখ্য, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার হাজী বদরুল ইসলাম বকুল, করগাও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার নিমার উদ্দিন ও বাউসা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার হাজী রহমত আলী মৃত্যুজনিত কারনে ওয়ার্ড শূণ্য ঘোষণা করা হয়।
এরই প্রেক্ষিতে উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু সাঈম তফসিল ঘোষনা করেন গত ১ লা আগষ্ট। ব্যাপক প্রচার প্রচারনার পর অবশেষে গতকাল (২৫ আগষ্ট) অনুষ্ঠিত হয়েছে কাঙ্খিত ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন।