গোলাপগঞ্জ প্রেসক্লাবের জরুরী সভা
গোলাপগঞ্জ প্রেসক্লাবের কার্য্যক্রম গতিশীল করা ও প্রেসক্লাবের বিভিন্ন আসবাব পত্র উদ্ধারের লক্ষ্যে এক জরুরী সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (সোমবার) সকাল ১১টায় ধারাবহর ১ মাইল মাশা মডেল টাউনে প্রেসক্লাব কার্য্যালয়ে ক্লাবের সভাপতি শহীদুর রহমান সুহেদের সভাপতিত্বে ও ইমরান আহমদের পরিচালনায় সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সহ-সভাপতি এনামুল হক এনাম, প্রচার সম্পাদক জালাল আহমদ চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, সাবেক সহ সাধারন সম্পাদক এম আব্দুল জলিল, সদস্য এস এম জহুরুল ইসলাম, এ কে সুমন। সভায় আলাপ আলোচনা শেষে সিদ্ধান্ত হয় প্রেসক্লাবের কার্য্যক্রম গতিশীল করা ও ক্লাবের প্রতিবন্ধকতা দূর করার লক্ষ্যে সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথের নিকট থেকে ক্লাবের স্থাবর সমপত্তির দলিল, ব্যাংক একাউন্টের চেক বই, আসবাব পত্র যথাক্রমে প্রিন্টার,স্ক্যানার, টেলিভিশন সহ আগামী ৩ তারিখ বিকাল সাড়ে ৩টায় পরবর্তী সভায় উপস্থিত হয়ে তা কমিটির নিকট হস্তানান্তরের জন্য চিঠি প্রদান, আজীবন সদস্য হিসেবে আব্দুল কাদির হাসনাত, নূরুল হুদা সহ যাদের নাম আজীবন সদস্য বোর্ডে রয়েছে অথচ নির্ধারিত ফিস প্রদান করেননি তাদের নিকট থেকে ফিস আদায়ের ব্যবস্থা গ্রহন, প্রেসক্লাবের ২০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের পরামর্শ ইত্যাদি। সভায় আগামী ৩ সেপ্টম্বর বিকাল সাড়ে ৩টায় ধারাবহর ১ মাইল মাশা মডেল টাউনে প্রেসক্লাব কার্য্যালয়ে পরবর্তী সাধারন সভার তারিখ নির্ধারন করে সকল সদস্যকে উক্ত সভায় উপস্থিত থাকার আহবান জানানো হয়। বিজ্ঞপ্তি