বন্দরবাজার থেকে ইয়াবার চালানসহ যুবক আটক
সুরমা টাইমস ডেস্কঃ নগরীর বন্দরবাজারস্থ একটি আবাসিক হোটেল থেকে ইয়াবার চালানসহ এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম মো. আবদাল আলী হীরা (৩৪)। আটককৃত যুবক সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন আটঘর (আমড়াতৈল) গ্রামের আমজাদ আলীর ছেলে।
শুক্রবার দুপুর দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর একটি দল তাকে বন্দরবাজারস্থ হোটেল বনগাঁওয়ে অভিযান চালায়।
এসময় আবদাল আলী ৩শ’ ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবদাল আলী হীরাকে আটক করে। এতে নেতৃত্ব দেন এএসপি মো. খায়রুল আলম।