কলেজ ছাত্র আলী খুন : ৫ জনকে আসামী করে মামলা
সুরমা টাইমস ডেস্কঃ সিলেটের মদনমোহন কলেজের ছাত্রলীগ কর্মী আবদুল আলী খুনের ঘটনায় ছাত্রলীগ কর্মী প্রনজিৎ দাশকে (২১) প্রধান আসামী করে ৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। প্রনজিৎ সিলেটের ওসমানীনগর থানার দয়ামির গ্রামের চিত্তরঞ্জন দাশের ছেলে। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে কোতোয়ালী মডেল থানায় নিহতের বাবা আলকাছ মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। এ সময় আলীর মাও থানায় উপস্থিত ছিলেন।
মামলার অন্যান্য আসামীরা হলো- সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার নিয়ামতপুর গ্রামের বাসিন্দা হারুনুর রশিদের ছেলে আঙ্গুর মিয়া (১৮), নগরীর কাজলশাহ এলাকার বাসিন্দা রাজিব (২০), কলাপাড়ার বাসিন্দা মাসুদ (২০) ও তাকবির (২০)।
আসামীরা সবাই মদন মোহন কলেজে একাদশ শ্রেণীর ২য় বর্ষের শিক্ষার্থী।
এ ব্যাপারে সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, আবদুল আলীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলা নং ১১।
উল্লেখ্য, বুধবার দুপুরে মদন মোহন কলেজ ক্যাম্পাসে আগের দিনের বিরোধের জের ধরে আবদুল আলীকে প্রণজিৎ দাসের নেতৃত্বে কয়েকজন মিলে ছুরিকাঘাত করে। পরে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেয়ার পর বেলা আড়াইটার দিকে আলীর মৃত্যু হয়।