ছাত্রলীগের সাথে বিরোধের জেরে সিলেট-তামাবিল সড়ক অবেরাধ
সুরমা টাইমস ডেস্কঃ সিলেট-তামাবিল সড়ক অবরোধ করেছে লেগুনা শ্রমিকরা। শুক্রবার কিবেল ৫ টা থেকে সদর উপজেলার খাদিমস্থ পরগনা বাজারে সড়ক অবরোধ করে তারা। জানা গেছে, ছাত্রলীগের সাথে বিরোধের জের ধরে এ অবরোধ করছে লেগুনা শ্রমিকরা। সড়ক অবরোধ করে রাখায় রাস্তার দুই পাশে দীর্ঘ যানজট লেগে আছে (এ রিপোর্ট লেখা পর্যন্ত)।
জানা যায়, দুই দিন আগে হরিপুরে লেগুনা শ্রমিকদের দুইপক্ষের বিরোধ চলাকালে দু’জন ছাত্রলীগ কর্মী লাঞ্ছিত হন। এ ঘটনার জের ধরে আজ শুক্রবার টিলাগড় পয়েন্টে বেশ কয়েটি লেগুণা আটকে রাখে স্থানীয় ছাত্রলীগ কর্মীরা।
সিলেট-তামাবিল সড়ক লেগুনা চালক সমিতির সভাপতি নাজিম আহমদ জানান, লেগুনা আটকের খবর পেয়ে ওই সড়কে চলাচলকারী লেগুনা চালকরা পরগান বাজারে উপস্থিত হয়ে ধর্মঘট শুরু করে। আটক করা লেগুনা ফেরত দেওয়ার পূর্ব পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাবেন বলে জানান নাজিম।
সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে শাহপরান থানা পুলিশ হাজির হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ অব্যাহত ছিলো। এতে ব্যস্ততম এ সড়কে দীর্ঘ যানজট লেগে আছে।