বিমানের ইঞ্জিনে পাখি, ওসমানী বিমান বন্দরে আটকা ৫৮ যাত্রী

Sylhet-Osmani-Airসুরমা টাইমস রিপোর্টঃ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর পাখি ঢুকে বিকল হয়ে পড়েছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। ফ্লাইটি (বিজি-০৫২) শনিবার সকাল সোয়া ৭টায় দুবাই থেকে ওসমানীতে অবতরণ করে। আধঘন্টা পর সকাল পৌণে ৮টায় ৫৮ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করার কথা ছিল। এর আগেই রানওয়ের টার্মিনালে থাকাবস্থায় ইঞ্জিনে পাখি ঢুকে বিমানটি বিকল হয়ে যায় বলে জানিয়েছেন ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ। তিনি জানান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর টার্মিনালে অবস্থানকালে একটি পাখি বিমানের ডানদিকের ইঞ্জিনে ঢুকে পড়ে। এতে বিমানের চারটি ব্লেড ক্ষতিগ্রস্ত হয়।
আটকা পড়া যাত্রীদের বিকেল ৩টার মধ্যে বিমানের অন্য ফ্লাইটে ঢাকা পাঠানোর চেষ্টা চলছে বলে জানান তিনি।
ওসমানী বিমানবন্দর কর্তৃপক্ষ জানান- শনিবার সকাল সোয়া ৭টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীদের নামিয়ে দিয়ে বিমানটি টার্মিনালে দাঁড়ানো অবস্থায় একটি পাখি ডানদিকের ইঞ্জিনের ভেতর ঢুকে পড়ে। এতে চারটি ব্লেড ভেঙে ইঞ্জিন বিকল হয়ে পড়ে।
ওই ফ্লাইটে ঢাকার ৫৮ জন যাত্রী ছিলেন। এর মধ্যে দুবাই থেকে আসা ৩৯ জন ও অভ্যন্তরিণ রুটের ১৯ জন যাত্রী ছিলেন।
বিমানবন্দর ব্যবস্থাপক হাফিজ আহমদ জানান- বিমানটি মেরামতের জন্য ঢাকায় প্রকৌশলীদের খবর দেয়া হয়েছে। ২টার সময় তারা ওসমানীতে এসে পৌঁছার কথা রয়েছে। প্রকৌশলীরা আসলে মেরামতের কাজ শুরু হবে।