শিশু রাজন হত্যার প্রতিবাদে প্যারিসে মানব বন্ধন

rajonআবু তাহির,প্যারিসঃসিলেটে শিশু রাজন হত্যার প্রতিবাদে প্যারিসের আইফেল টাওয়ার সংলগ্ন মানবাধিকার চত্বরে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে সামাজিক সংগঠন উই – এ মানব বন্ধনের আয়োজন করে।
সংগঠনের সভাপতি আউয়াল রহমান দ্বীপের সভাপতিত্বে প্যারিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি আবু তাহির ও উই সাধারণ সম্পাদক জাকারিয়া মিঠু,র পরিচালানায় মানব বন্ধনে একাত্বতা পোষণ করে বক্তব্য রাখেন,বাংলাদেশ কমিউনিটি নেতা সালেহ আহমদ চৌধুরী,ফ্রান্স আওয়ামীলীগের উপদেষ্ঠা চেয়ারম্যান মিজান চৌধুরী মিন্টু,বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্সের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম,বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন সভাপতি মান্নান আজাদ,প্রবাস বাংলা সম্পাদক অধাপক অপু আলম,প্যারিস বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এনায়েত হোসেন সোহেল,ফ্রান্স মহিলা দলের সভানেত্রী মমতাজ আলো,দিগন্ত পত্রিকার ফ্রান্স প্রতিনিধি সাংবাদিক নুরুল ইসলাম,সাংবাদিক সাইদুল ইসলাম অপু,প্যারিস বাংলা প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক মাম হিমু, প্যারিস বাংলা প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক সৈয়দ সাহিল,প্রচার সম্পাদক নয়ন মামুন,প্যারিস বাংলা প্রেস ক্লাবের প্রকাশনা সম্পাদক দোলন মাহমুদ , বিভাগ এসোসিয়েশনের সাংস্মৃতিক সম্পাদক মনিরুল ইসলাম,সাংবাদিক ফরিদ রণি পাটোয়ারী সহ বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতারা।
মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন,শিশু রাজনকে নির্মম ভাবে হত্যাকারীদের উপযুক্ত শাস্তি হতে হবে অন্যথায় শিশু নির্যাতন বন্ধ হবেনা। রাজন হত্যাকান্ডে জরিত ঘাতকদের দৃষ্টান্ত মূলক শাস্তি হলেই সিলেটবাসী শান্তি পাবে। সেই সাথে শহীদ রাজনের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে একটা স্মৃতিসৌধ নির্মান করার উদাত্ব আহ্বান জানান। বক্তারা শিশু রাজনের বর্বর হত্যাকারীদের ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের দাবি জানান।
মানব বন্ধনে মানবতাবাদী পুথি পাঠ করেন পুথি শিল্পী কাব্য কামরুল।এ সময় উপস্থিত ছিলেন,পারভেজ,আব্দুল আজিম,আফজল হোসেন,মুস্তাক আহমদ,হুমাউন রশিদ,মইনুল ইসলাম প্রমুখ