ওসমানীতে স্বরাষ্ট্রমন্ত্রীকে আওয়ামীলীগের সংবর্ধনা
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে সিলেট ওসমানী বিমানবন্দরে সংবর্ধনা প্রদান করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতাকর্মীরা। বুধবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী সিলেট এসে পৌঁছলে তাকে ফুলেল সংবর্ধনা প্রদান করেন দলীয় নেতাকর্মীরা। বুধবার দুপুরে ইউএস বাংলার একটি ফাইটে ওসমানী বিমানবন্দরে অবতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। মন্ত্রী সিলেট পৌঁছামাত্র বিমানবন্দরের ভিআইপি লাউঞ্চে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েছ, মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সিলেট জেলা জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম, অ্যাডভোকেট মাহফুজুর রহমান, অ্যাডভোকেট ইসতিয়াক আহমদ চৌধুরী, জেলা আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট আজমল হোসেন, মহানগর আওয়ামীলীগ নেতা আজহার উদ্দিন জাহাঙ্গীর, মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, যুবলীগ নেতা সুদিপ রায়, প্রমুখ। বিজ্ঞপ্তি