মহানগরীর শাহপরান পুর্ব থানা জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান
ঈদের শিক্ষাকে কাজে লাগিয়ে ভ্রাতৃত্ববোধ সম্পন্ন ইনসাফভিত্তিক সমাজ গঠনে প্রত্যয়ী হতে হবে
——-এডভোকেট জুবায়ের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, দীর্ঘ ১মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহ উদযাপন করেছে মুসলিম মিল্লাতের সর্বোচ্চ প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদকে কেন্দ্র করে ক্ষনিকের জন্য হলেও আমরা সকল বিভেদ ভুলে একসাথে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিলাম। কিন্তু দেশে প্রতিহিংসার ধ্বংসাত্মক রাজনীতি সামাজিক বন্ধনগুলোকে ছিন্নভিন্ন করে দিয়েছে। এই হিংসাত্মক রাজনীদি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। পবিত্র ঈদুল ফিতরের সুমহান শিক্ষাকে কাজে লাগিয়ে ইনসাফভিত্তিক সমাজ গঠনে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে প্রত্যয়ী হতে হবে।
তিনি গতকাল বুধবার সিলেট মহানগরীর শাহপরান (র.) পুর্ব থানা জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। থানা জামায়াতের আমীর শামীম আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী চৌধুরী আব্দুল বাছিত নাহির-এর পরিচালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী নুরুল ইসলাম বাবুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াত নেতা মাওলানা আশরাফ আলী, মাওলানা ফয়জুর রহমান প্রমুখ।