সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরসহ কয়েকটি স্থানে ঈদ উদযাপিত
সুরমা টাইমস ডেস্কঃ সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজধানী ঢাকা, চাঁদপুর, বরিশাল, দিনাজপুরসহ দেশের কয়েকটি স্থানে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এসকল ঈদ জামায়াতে কয়েক হাজার মুসুল্লী অংশ নেন।
রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া খানকায়ে সুরেশ্বরীতে সকাল সাড়ে ৮টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। আশপাশ এলাকার কয়েকশ’ মুসুল্লী তাতে অংশ নেন। নামাজ শেষে কোলাকুলির মাধ্যমে কুশল বিনিময় করেন তারা।মুসুল্লীদের মাঝে সুস্বাদু পোলাও কোর্মাসহ নানা ধরনের উপাদেয় খাবার বিতরণ করা হয়।
বরিশালে সিটি করপোরেশনসহ জেলার চার উপজেলায় চট্টগ্রামস্থ জাহাগিরিয়া শাহ্ সুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারীদের ১৪টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।চাঁদপুরের ৫ উপজেলার ৪০টি গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে শতবছর ধরে ঈদুল ফিতর উদযাপিত হয়ে আসছে।
চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব উত্তর, শাহরাস্তি ও কচুয়া উপজেলার ৪০টি গ্রামের অর্ধ লক্ষাধিক মুসলমান ঈদ উদযাপন করছে। সকাল থেকেই ঈদের জামাত পড়ার জন্য দল বেধে মুসুল্লিরা ঈদগায়ে যান।
দিনাজপুরের কয়েকটি স্থানে শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।সকাল সাড়ে ৮টায় দিনাজপুর শহরের ষস্টিতলা এলাকায় ডেফোডিল কমিউনিটি সেন্টারে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন, মাওলানা মতিউর রহমান। চ্যানেল আই অনলাইন।