মানবতা ও কোরআনের আলোর সমন্বয়ে দেশ ও জাতিকে গঠন করতে চাই
-এ্যাড.এহসানুল মাহবুব জুবায়ের
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মানবতা ও কোরআনের আলোর সমন্বয়ে দেশ ও জাতিকে গঠন করতে চাই। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের কাজ হলো দেশ ও জাতির উন্নয়নে প্রচেষ্টা চালিয়ে যাওয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গত ১১ জুলাই স্থানীয় কমিউনিটি সেন্টারে মৌলভীবাজার পৌর ও সদর উপজেলা জামায়াতের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপরোক্ত কথাগুলো বলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর এ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের। পৌর আমীর ইয়ামীর আলীর সভাপতিত্বে ও পৌর সেক্রেটারী মাওলানা আহমদ ফরুকের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন- সিলেট আঞ্চলিক টিম সদস্য দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব, জেলা আমীর মোঃ আব্দুল মান্নান, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা আব্দুস ছবুর, জেলা জামায়াত সেক্রেটারী ইঞ্জিণিয়ার এম শাহেদ আলী, সদর উপজেলা আমীর আলাউদ্দিন শাহ, শহর শিবিরের সভাপতি ফখরুল ইসলাম, জেলা সভাপতি দেলোওয়ার হোসেন, মুর্শেদ আহমদ চৌধুরী, আব্দুল্লাহ আল মাহফুজ সুমন। এছাড়াও বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিক বৃন্দ, আইনজীবি, পেশাজীবি ও ব্যবাসীয়সহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।