ফারজানা করিমের “শুধু তোমার জন্য”

farzanaস্বপ্ন থাকে কবিতার আড়ালে। আনন্দ থাকে উৎসবের ভাজে ভাজে । বেশ কিছু কবিতা যদি এক হয়ে যায়, তাহলে উৎসবে পরিনত হয়। একই মোড়কে কবিতা গুলোকে নিয়ে স্বপ্নালু হয়ে যায়। কাব্য প্রেমীরা কিছু স্বপ্নকে একত্রিত করেছেন এক কাব্য প্রেমী ফারজানা করিম। নতুন উদ্যোমে নিজের লেখা কবিতা গুলোকে প্রযুক্তির অবগাহনে ভাসিয়েছেন। এই ঈদে এসেছে তার কবিতার অ্যালবাম “শুধু তোমার জন্য”। অ্যালবামটিতে তার কন্ঠেই শোনা যাবে প্রগতিমালা। জিরোনা বাংলাদেশের ব্যানারে প্রকাশ হওয়া এই অ্যালবামটির পরিকল্পনা করেছেন শুভজিত রায়। আবহসঙ্গীত করেছেন কলকাতার পিন্টু ঘটক। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় এই অ্যালবামের কবিতাগুলো অনলাইনেও পাওয়া যাবে’ দেশের সকল সিডি দোকান সহ রকমারী ডট কম, সি টিউনস, আই টিউনস, অ্যামাজন, গুগল, ইউটিউব, নকিয়া মিউজিকে পাওয়া যাবে। “শুধু তোমার জন্য” অ্যারবামটি বাজারে এসেছে ১৩ জুলাই থেকে। ফারজানা করিমের “শুধু তোমার জন্য” তার দ্বিতীয় অ্যালবাম। এর আগে ২০১৪ সালে লেজার ভিশন থেকে প্রকাশিত হয়েছে তার স্বরচিত কবিতার অ্যালবাম “পুতুল” শুধু তোমার জন্য কবিতায় নয় গানের সঙ্গেও ফারজানা করিমের সাখ্যাত বেশ আগে থেকেই। চট্রগ্রামের মেয়ে ফারজানা করিম। পাহাড়ের কোলে বেড়ে উঠেছেন সংস্কৃতির গাল গল্পে। চট্রগ্রাম,কক্সবাজার,ঢাকার শিল্পকলা মাতিয়েছেন ১৯৯২ সাল থেকে। যুক্ত ছিলেন প্রতিনিধি নাট্য সম্প্রদায়্ েগেয়েছেন গান ছোট বেলা থেকেই বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদী মোহাম্মদের কাছে নিয়েছেন গানের তালিম। বাসুদেব ঘোষের সুরে প্রকাশ করেছেন ‘দূর্বা’ নামে একটি গানের অ্যালবাম। আবৃতি গান যার কন্ঠে তিনি যদি বিতার্কিক হন, বিষয়টা অন্যরকম লাগে। জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে আয়োজিত বেশ অনেক বিতর্ক প্রতিযোগিতায় সেরা বিতার্কিক হয়েছেন। ফারজানা করিম ইংরেজী সাহিত্যে ¯œাতকোত্তর ডিগ্রিী অর্জন করেছেন। এর পর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ফিল্ম এন্ড মিডিয়া বিষয়ে ও ¯œাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। পেশাগত জীবনে তিনি চ্যানেল আইয়ের সঙ্গে জরিত। সংবাদ উপস্থাপনা করছেন বহুদিন ধরেই। পেশাগত জীবনের পাশাপাশি সংস্কৃতির বহুমাত্রিকতার সঙ্গে জরিত ফারজানা করিম। লিখেছেন শতাদিক কবিতা। এবারের বই মেলায় বের হয়েছে তার প্রথম কাব্যগ্রন্থ “পাখি কবিতা”। বিজ্ঞপ্তি