ইফতার খেয়ে ৪৫ আইএস জঙ্গির মৃত্যু
সুরমা টাইমস ডেস্কঃ রমজানের রোজা শেষে খাবার খেতে বসেই মৃত্যুর কোলে ঢলে পড়ল একের পর এক ISIS জঙ্গি। ইফতার পার্টিতে একসঙ্গে খেতে বসেছিল ১৪৫ জন জঙ্গি। খেতে খেতেই অসুস্থ হয়ে পড়ে সকলে। ৪৫ জন ঘটনাস্থলেই মারা যায়। আরও ১০০ জন হাসপাতালে চিকিত্সাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক।
কুর্দিশ ডেমোক্র্যাটিক পার্টির এক মুখপাত্র জানিয়েছেন, ইরাকের মসুল শহরে রোজা শেষে ইফতারে বসেছিল ১৪৫ জন ISIS জঙ্গি। প্রত্যেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তবে মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশ তৈরি হয়েছে। খাবারে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কেউ বিষ মিশিয়েছে, নাকি খাদ্যে বিষক্রিয়ায় স্বাভাবিক মৃত্যু হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না।
যদিও ইরাকের বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, খাবারে বিষক্রিয়ায় এতজন ISIS জঙ্গির মৃত্যুর ঘটনা এই প্রথম নয়। এর আগেও নভেম্বরে সিরিয়ায় খাবারে বিষ মিশিয়ে প্রায় ১২০০ জঙ্গিকে নিকেশ করা হয়েছিল। ইরাকের ঘটনার সঙ্গেও সিরিয়ার মিল পাওয়া যাচ্ছে।