দিনে দুই হাজার বিদেশিকে ফেরত পাঠাচ্ছে সৌদি আরব

Saudi Arabiaসুরমা টাইমস ডেস্কঃ শ্রম ও আবাসন আইন লঙ্ঘন করায় প্রতিদিন প্রায় দুই হাজার বিদেশিকে ফেরত পাঠাচ্ছে সৌদি আরব। গত পাঁচ মাসে অন্তত তিন লাখ বিদেশিকে ফেরত পাঠিয়েছে দেশটি।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্প্রতি প্রকাশিত পরিসংখ্যান হতে সোমবার এমন তথ্য প্রকাশ করেছে আরব নিউজ।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে আরব নিউজ জানিয়েছে-আইন লঙ্ঘনকারীদের দেশ থেকে বিতাড়িত করতে অভিযান অব্যাহত রেখেছে সৌদি কর্তৃপক্ষ।
অপরদিকে অনুপ্রবেশ ঠেকাতেও তৎপর রয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। এ পর্যন্ত অন্তত নয় লাখ অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে তারা। গ্রেফতারকৃতদের ৮৪ শতাংশ দক্ষিণাঞ্চলীয় সীমান্ত দিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করে বলে জানিয়েছে প্রশাসন।
সৌদি সীমান্তরক্ষী বাহিনীর মুখপাত্র জেনারেল মোহাম্মেদ আল-ঘামদি জানান, ‘নতুন করে যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে তারা প্রস্তুত রয়েছেন।’
তিনি আরো জানান, বর্তমানে আটক ১৫ হাজার সাতশ’ ৬৯ জনকে প্রত্যার্পণ কেন্দ্রে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে নিজ নিজ দেশে পাঠানো হবে।