মানাবিক সাহায্যের আবেদন : ক্যান্সারে আক্রান্ত নিত্যানন্দ দেবনাথকে বাঁচান
ক্যান্সারে আক্রান্ত নিত্যানন্দ দেবনাথ এর পাশে দাঁড়ান। তিনি সুনামগঞ্জ জেলার ছাতক থানার জয়নগর রাজার গাঁও মৃত নিরঞ্জন দেবনাথ এর ছেলে। দীর্ঘ দিন যাপত তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। বর্তমানে তিনি কলকাতা ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধিন আছেন। ৪০ উর্ধ্ব বয়সে ব্যবসায়ী নিত্যানন্দ দেবনাথ ব্যবসার উপর পরিবার পরিজনকে নিয়ে চলতেন। তার ব্যবসা প্রতিষ্ঠান সহ সবকিছু সর্বহারা হয়ে এখন তিনি চিকিৎসাধিন আছেন। চিকিৎসকের পরামর্শ ৪০-৫০ লক্ষ টাকা চিকিৎসার জন্য প্রয়োজন। বর্তমানে নুন আনতে পানতা ফুরায় অবস্থায় কোন মতে চলে তার পরিবার। দীর্ঘ অনেকদিন ধরে অসুস্থতার দরুন পুরো পরিবারটির অবস্থা সূচনীয়। এখন চিকিসার খরচ জোগানোর কোন ব্যবস্থা নেই। সমাজের বিত্তশালীদের সাহায্যের হাত প্রসারিত হলে হয়তো তিনিও তার পরিবারটি আলোর পথ পাবে। সকলের দোয়া ও সহযোগিতায় এই রোগ থেকে রক্ষা পেতে পারেন। মানুষ মানুষের জন্য এই সত্যটি হয়তো আবারো প্রমাণিত হবে। এভাবেই বাঁচার আকুতি তার। দশের সামান্য সাহায্যেই নিত্যানন্দ দেবনাথ জীবন রক্ষা পেতে পারেন। আমরা কি পারিনা যত সামান্য সাহায্যের মাধ্যমে অসহায় এই মুমুর্ষ ব্যক্তিটির পাঁশে দাঁড়াতে। মানবতার সেবায় আপনাদের সাহায্যের হাত বাড়ান। রমজানের এই পবিত্র দিনে আপনার সযোগিতা বৃথা যাবে না ইনশাআল্লাহ। এছাড়া আপনাদের আন্তরিক নেক ও দোয়া কাম্য। সঞ্চয়ী হিসাব নং এবং নাম – সুকৃতি রানী নাথ নিত্যানন্দ দেবনাথের স্ত্রী। হিসাব নং-৫০১০০৩০৪০, সোনালী ব্যাংক লিঃ, কোর্ট বিল্ডিং শাখা সিলেট।