শ্রীমঙ্গলে শামীম-শারমিন‘র দাম্পত্য বিরোধ : অবশেষে পুলিশের ননএফআইআর মামলায় হাজিরা
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: শ্রীমঙ্গলে শুধুমাত্র নিজের মা-মেয়ের জেদ‘র কারনে শামীম-শারমিনের দাম্পত্য পুণঃপ্রতিষ্ঠার সকল চেষ্টা ব্যর্থ হল। অবশেষে পুলিশের দায়েরী নন এফআইআর মামলায় গত ১ জুলাই বিজ্ঞ আদালতে হাজিরা দিলেন স্ত্রৈন পিতা আব্দুস শহিদ গংরা। জানা যায়- ব্যাপক ধুম-দাম করেই মৌলভীবাজার সদর উপজেলার বরমান গ্রামের তোতা মিয়ার পুত্র নুরুল ইসলাম শামীমের সাথে শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামের আব্দুস সহিদের কন্যা মুসলিমা আবেদ শারমিনের বিয়ে হয়েছিল গত ২০১০ সালের ২৪ মার্চ। বিয়ের কিছু দিন যেতে না যেতেই শারমিন বেপরোয়া মনোভাব পোষন করে শামিমের পরিবারে অশান্তি বাড়াতে থাকে। মাতৃশাসিত শারমিনের পিতৃপরিবারের প্রধান শারমিনের মা মির্জা ফাতেহা বেগম তার কন্যা শারমিনকে আশ্রয় প্রশ্রয় দেয়ায় তার বেহায়াপনা সীমা লংগন করতে থাকে। এ ঘটনার ব্যাপারে কোন প্রতিকার না নিয়ে উল্টো শামিমকেই শাসাতেন। মৌলভীবাজারস্থ স্বামী শামিম‘র বাসায় শারমিন‘র বাল্যবান্ধবী পরিচয়ে বিভিন্ন মেয়ে তাদের ছেলে বন্ধু নিয়ে সময় কাটানোর জন্য বেড়াতে আসার ঘটনাকে কেন্দ্র করে শারমিন-শামিম দাম্পত্য বিরুদ সীমা লংঙ্গনের মত ঘটনা বাড়তে থাকে। শুরু হয় একে অপরের সাথে ভুল বুঝাবুঝি। এ নিয়ে সর্বশেষ শারমিন বাদী হয়ে শামিমের সাথে বিবাহ ভঙ্গ এবং দেনমোহর ও খোরপোষের দাবীতে শ্রীমঙ্গল পারিবারিক জজ আদালতে (পারিবারিক নং- ১২/২০১৩) মামলা দায়ের করেন। মামলা চলমান অবস্থায় শামীম আদালতের মাধ্যমে পুত্রসন্তান সাফওয়ানের নিরাপত্তা এবং তার সাথে সাক্ষাতের আবেদন করলে আদালত তার পুত্র সন্তানকে দেখার তারিখ ধার্য করেন। সে মোতাবেক গত ২০১৪ইং সালের ১৮ আগষ্ট খাদ্যসামগ্রীসহ মূল্যবান কাপড়-চোপড় নিয়ে পুত্রসন্তানের সাথে দেখা করতে আদালতে উপস্থিত হলে শারমিনের স্ত্রৈন পিতা হাজী আব্দুস শহিদ (আলতাব হোসেন), ভাই মোয়াজ হোসেন, সুমেল হোসেন, মৃত আব্দুল আজিজের পুত্র সাঈদ আজিজ কয়েছ ও মৃতঃ আলাউদ্দির‘র পুত্র জিলাল আহমদ সহ কতিপয় লোক শামিমকে অক্রমন করার চেষ্টা চালায় এবং পরদিন ১৯/০৮/২০১৪ইং রাত সাড়ে ৯টায় মোবাইল ফোনে প্রাননাশের হুমকি প্রদান করায় শামিম মৌলভীবাজার মডেল থানায় সাধারন ডায়েরী (নং-১৪৪৮, তারিখ ঃ ৩১/০৮/২০১৪ইং) করলে, বিজ্ঞ আদালদের নির্দেশে পুলিশ (নন এফ.আই.আর নং- ১১০/১৪ইং, তারিখঃ ১৫/১০/১৪ইং) মামলা দাখিল করে- যা বর্তমানে বিচারাধীন রয়েছে। সর্বশেষ প্রাপ্ত সংবাদে জানা যায়- শারমিন‘র দায়েরী উক্ত মামলায় আদালত গত ২০ মে ২০১৫ইং দু’তরফা সুত্রে বিবাদীর বিরুদ্ধে বিনা খরচে আংশিক ডিক্রী প্রদান করেন এবং শামিম উক্ত রায়ের বিরুদ্ধে আপিল করতে যাচ্ছেন।