এলাকাবাসীই উচ্ছেদ করলো হাইল হাওরের খাস ভুমি

Srimangal jomi uddar 1 Srimangal jomi uddar 2 Srimangal jomi uddar 3 Srimangal jomi uddar 5মধু চৌবে,শ্রীমঙ্গল থেকেঃ শ্রীমঙ্গল হাইল হাওরের বাইক্কা বিল সংলগ্ন সরকারী ও ভুমিহীনদের জমি অবৈধ ভাবে দখল করে গড়ে উঠা ফিসারী ও স্থাপনা উচ্ছেদ করেছে স্থানীয় জনগন। মঙ্গলবার দুপুরে হাজীপুর, বরুনা ও ঘাটের বাজারসহ আশপাশের বিভিন্ন গ্রামের শত শত লোক অবৈধ স্থাপনা উচ্ছেদে অংশ নিয়ে তারা দখলকৃত ফিাসারী গুলোর প্রত্যেক পাড় কেটে দেন এবং পাহারাদারদের থাকা মাছের খাবার রাখার জন্য নির্মিত ঘর ভেঙ্গেদেন। এলাকাবাসী অভিযোগ করেন কিছু প্রভাবশালীমহল শত শত একর সরকারী এ সকল জমি দখল করে ফিসারী তৈরী করে এলাকাবাসী ও গবাধি পশুর চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিল। উল্লেখ্য দখলদারদের হাত থেকে এ সকল জমি উদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দারা একাধিকবার সরকারের সংশ্লিষ্ট বিভাগে আবেদন করেন। এবং বিভিন্ন সময় প্রতিবাদ সভা ও মানবন্ধন কর্মসূচীও পালন করেন। এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. নুরুল হুদার সাথে যোগাযোগ করলে তিনি জানান, এলাকাবাসী কর্তৃক অবৈধ জমি দখলে সংবাদ তিনি পেয়েছেন কিন্তু সে জমি সরকারের খাস খতিয়ানের কিনা তা কাগজ পত্র না দেখে বলতে পারবেন না।