২০১৪-১৫ অর্থবছরে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা
সুরমা টাইমস ডেস্কঃ বিগত ২০১৪-১৫ অর্থবছরে বিদেশে অবস্থানরত বাংলাদেশী প্রবাসীরা অন্যান্য অর্থবছরের তুলনায় রেকর্ড সংখ্যক বৈদেশিক মুদ্রা বা রেমিটেন্স দেশে পাঠিয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে প্রবাসী বাংলাদেশিরা গত অর্থবছরে ১ হাজার ৫৩০ কোটি মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। যা এ যাবৎকালের সর্বোচ্চ রেমিটেন্স সংগ্রহ।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের রেমিটেন্স সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত (২০১৪-১৫) অর্থবছরে দেশে এক হাজার ৫৩০ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স আহরিত হয়েছে, যা ২০১৩-১৪ অর্থবছরের চেয়ে ১০৮ কোটি মার্কিন ডলার বেশি।
এ সময়ে আগের অর্থবছরের তুলনায় রেমিট্যান্স বৃদ্ধির হার ৭ দশমিক ৬০ শতাংশ। এর আগে বার্ষিক সর্বোচ্চ রেমিট্যান্স ছিল ২০১২-১৩ অর্থবছরে। এ সময়ে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে প্রাপ্ত রেমিট্যান্সের পরিমাণ ছিল ১ হাজার ৪৪৬ মার্কিন ডলার।
এছাড়া, গত জুন মাসে প্রবাসী বাংলাদেশিরা ১৪৩ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ টাকা দেশে পাঠিয়েছে, যা আগের বছরের জুন মানের তুলনায় ১১ দশমিক ২৭ শতাংশ বেশি। একক মাসের হিসাবে এই অর্থ গত অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ এবং এ যাবৎকালের তৃতীয় সর্বোচ্চ।