ছাতকে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০
পুলিশের ১৪ রাউন্ড টিআর সেল ও ১১ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ
ছাতক প্রতিনিধিঃ ছাতকে তুচ্ছ ঘটনা নিয়ে ছাত্রলীগ গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ৪জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে পুলিশ ১৪রাউন্ড টিআর সেল ও ১১রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গোবিন্দগঞ্জ অনার্স ডিগ্রী কলেজের ক’জন ছাত্র বাস ভাড়া নিয়ে বাসের হেলপারকে মারপিট করে। এ নিয়ে গোবিন্দগঞ্জ পয়েন্টে লেগুনা ষ্ট্যান্ড ও চলাচলকৃত বাসের ম্যানেজার এবং ছাত্রলীগ নেতা আব্দুর রহিমের পিতা আমির আলীর সাথেও ছাত্রদের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে । এ ঘটনার জের ধরে ছাত্রলীগ আব্দুর রহিমের নেতৃত্বে পৌর মেয়র আবুল কালাম চৌধুরী নেতৃত্বাধীন গ্র“প ও কাউসার আহমদের নেতৃত্বে এমপি মুহিবুর রহমান মানিক নেতৃত্বাধীন গ্র“পের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। দফায়-দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় পথচারী, পরিবহন শ্রমিকসহ ১০ব্যক্তি আহত হয়। সংঘর্ষের সময় সিলেট-সুনামগঞ্জ সড়ক ও ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। সংঘর্ষে গুরুতর আহত কলেজ ছাত্র তজম্মুল হক রিপন,দ্বীনুল ইসলাম শ্যামল, ছালিক আহমদ ও কাউসার আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে ছাতক থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী গুলি ও টিআর সেল নিক্ষেপের কথা স্বীকার করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।