রাখে আল্লা মারে কে
সুরমা টাইমস ডেস্কঃ ২ বছরের শিশু লামিয়া। যখন সে বাবা বলতে শিখবে সেই বয়সে পিতা কাদের বিদেশে। ১ মাস আগে বাবা যখন বিদেশ থেকে আসেন তখন তার কি আনন্দ! কাদের যখন স্ত্রী, বাবা, মা ও বোনকে নিয়ে নরসিংদী বেড়াতে যান তখন তার কোলেই থাকত লামিয়ে। সোমবার নরসিংদী থেকে বাড়ি ফেরার পথে কাদের ও তার মা-বাবা এবং বোন নিহত হলেও বিস্ময়করভাবে বেঁচে যায় লামিয়া ও তার মা লাভলী। আহত অবস্থায় তাদেরকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করে পুলিশ। সেখানে পরীক্ষা নিরিক্ষার পর দেখা যায় লামিয়ার শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। পরে লামিয়াকে নেয়া হয় সিএমএইচে। লামিয়ার অবস্থা এখন আশংকামুক্ত। তবে সুস্থ হওয়ার পর সে আর দেখতে পাবে না বাবা, দাদা, দাদী আর ফুফুকে। তার মা লাভলী বেগমের অবস্থাও আশংকাজনক।