বিনা ফি’তে ট্রানজিট সুবিধাকে নাকচ করে দিলেন অর্থমন্ত্রী
ভারতকে বিনা ফি’তে ট্রানজিট সুবিধা দেওয়া হচ্ছে এমন সমালোচনাকে নাকচ করে দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন- বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)’র নীতিমালা অনুযায়ী ট্রানজিট ফি নির্ধারণ করা হবে। রোববার (১৪ জুন) সচিবালয়ে ‘বাংলাদেশ টায়ার টিউব ম্যানুফেকচারার এ্যান্ড এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশন’ (বিটিটিএমইএ) এর সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রী ঢাকা সফরকালে ট্রানজিট প্রদানের ক্ষেত্রে ফি নির্ধারণ নিয়ে আলোচনা হয়েছে। এখন দুই পক্ষ বসে এটা চূড়ান্ত করা হবে।
তিনি জানান, ‘ডব্লিউটিও’র নীতিমালা অনুযায়ী অবকাঠামো ব্যয়ের সঙ্গে একটা ফি যোগ করে ট্রানজিট ফি নির্ধারণ করা হবে। যেমন ধরা যাক- বাংলাদেশ থেকে ভুটানে যাওয়ার রাস্তাটা ঠিক করতে হবে, সেখানে বিদ্যুতের ট্রান্সমিশন লাইন বসাতে হবে। এর তো একটা ব্যয় আছে। এর সঙ্গে একটা ফি যোগ করা হবে। তবে সংশ্লিষ্ট দেশের অবকাঠামোও উন্নত করতে হবে বলে মন্ত্রী জানান। চট্টগ্রাম ও মংলা বন্দর ট্রানজিট হিসেবে ব্যবহৃত হওয়ার জন্য প্রস্তুত কিনা এ বিষয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘চট্টগ্রাম বন্দর তো ব্যবহার হচ্ছে। মংলা বন্দর উন্নয়ন করা হচ্ছে। মূলত কয়লা আমদানির জন্যই এটা করা হচ্ছে। তবে এটা দৃশ্যমান হতে আরও এক বছর সময় লাগবে।