শ্রমিক নেতা মানিকের কারা মুক্তি লাভ
সাজানো মিথ্যা মাদক মামলায় কারাগারে আটক থাকা সিলেট জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়নের কদমতলী হুমায়ুন রশিদ চত্ত্বর শাখার সভাপতি মানিক মিয়া রোববার জামিনে মুক্তি লাভ করেছেন। রোববার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনে তাকে সাধারণ শ্রমিকরা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সংবর্ধনা দিয়ে নিয়ে আসেন।
মানিককে গত বুধবার কদমতলী হুমায়ুন রশিদ চত্বর থেকে দক্ষিণ সুরমা থানা পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। তার বিরুদ্ধে একটি কু-চক্রি মহল গোপনে কাল্পনিক মাদক ব্যবসার অভিযোগ দিয়ে তাকে আসামী করে। কারাগারের সামনে তাকে সংবর্ধনা প্রধানের সময় উপস্থিত ছিলেন হুমায়ুন রশিদ চত্ত্বর শাখার সাধারণ সম্পাদক মনির আহমদ, শাখার সহ-সভাপতি মোস্তফা মিয়া, সহ-সাধারণ সম্পাদক আলম মিয়া, সাংগঠনিক সম্পাদক মিলন মিয়া, সদস্য সাহেদ আহমদ, সোহেদ আহমদ, অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়নের ২০৯৭ এর সভাপতি ইকবাল মিয়া, সাধারণ সম্পাদক তারেক আহমদ,সাবেক সাধারন সম্পাদক মাহমদ আলী,বদরুল ইসলাম,হাসান আহমদ,সাবেক সাংগঠনিক সম্পাদক নয়ন আহমদ,সদস্য আবুল মিয়া,তুলা মিয়া,শানর আলী,অটোরিক্সা শ্রমিক দুলাল,বোরহান,কাদের,মাইদুল,আজিজুল,নান্টু,মুহিত,সুমন,দুখু,হাবিবুর,নুরুন্নবী,ইকবাল,তছলিম,জিয়া,বক্কর,হাফিজ,খোকন প্রমুখ। বিজ্ঞপ্তি