ছাতকে গৃহবধু হত্যার ঘটনায় মামলা দায়ের : শশুর ও দেবরকে আদালতে প্রেরণ

চান মিয়া, ছাতক প্রতিনিধিঃ ছাতকে স্বামীর বাড়ির লোকজনের নির্যাতনে মারা যাওয়া সাবিনা বেগমের লাশ ময়না তদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বানাতপুর গ্রাম থেকে সাবিনা বেগম (২৩) নামের ওই গৃহবধূর লাশ বাড়ির পার্শ্ববর্তী পুকুর পাড় এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। সে একই গ্রামের সামছুদ্দিনের মেয়ে ও রফিক মিয়ার পুত্র বিলাল আহমদের স্ত্রী। দুই সন্তানের এ জননীর লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে মঙ্গলবার সন্ধ্যায় দাফন করা হয়। আটককৃত শশুর রফিক মিয়া (৫০) ও দেবর কবির মিয়া (২০) কে বুধবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক রয়েছে ঘাতক বিলাল। এ ব্যাপারে নিহত গৃহবধুর-পিতা সমছুদ্দিন বাদি হয়ে ছাতক থানায় মামলা নং ৯, তাং-১২, ০৫,২০১৫ইং দায়ের করা হয়েছে।
জানা যায়, সোমবার রাতের যে কোন সময় সাবিনা বেগম নামের ওই গৃহবধুকে হত্যা করে লাশ বাড়ির পার্শ্ববর্তী পুকুর পাড়ে ফেলে দেয়া হয়। সকালে বাড়ির অন্যান্য লোকজনরা পুকুর পাড়ে মহিলার মৃত দেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। সকাল ৯টায় জাউয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শফিক ও এসআই কামরুল এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এদিকে স্ত্রীকে হত্যা করে স্বামী বিলাল আহমদ পালিয়ে যাওয়ার সময় চরমহলা ইউনিয়নের টেটিয়ারচর গ্রামের জনতা তাকে হাতে-নাতে আটক করে জাউয়া তদন্তকেন্দ্রে পুলিশকে খবর দেয় হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগে সিরাজ নামের এক আ’লীগ নেতা জনতার হাত থেকে ঘাতককে কেড়ে নিয়েছেন বলে অভিযোগ উঠে।