ছারছীনার পীর সাহেব সিলেটে আগমন উপলক্ষে দোয়া মাহফিল আগামীকাল
উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন ছারছীনা দরবার শরীফের পীর সাহেব কুতবুল আলম, মুজাদ্দিদে জামান, আমীরে হিজবুল্লাহ, আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ আগামী ১৬ মে শনিবার সিলেটে আগমন উপলক্ষ্যে শাহজালাল উপশহর এইচ ব্লকের ৬নং রোডে অবস্থিত দারুস্সুন্নাত জালালিয়া মুহিব্বিয়া দ্বীনিয়া মাদরাসায় বাদ জোহর এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত দোয়া মাহফিলে সকল মুহিব্বিন, মুরিদান ও জমইয়তে হিযবুল্লাহর সকলকে উপস্থিত থাকার জন্য বাংলাদেশ জমইয়তে হিজবুল্লাহ সিলেট জেলা শাখার সভাপতি মো. শাহ আলম গাজী অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য হুজুর কিবলার সফরসূচীর মধ্যে রয়েছে, ১৫মে শুক্রবার শ্রীমঙ্গল, ১৬ মে জাফলং মধ্যলাখের পার জামে মসজিদ, ১৭মে হবিগঞ্জ ছালেহাবাদ মাদরাসা মাঠে ঈসালে সওয়াব মাহফিল। বিজ্ঞপ্তি